দেশের সমুদ্র বন্দরকে দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে।চরফ্যাশন উপজেলা নদী ও সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে
সোমবার সকাল থেকে সারাদিন বাতাস ও মুসলধারে বৃষ্টি হয়েছে। আর এ ঘূর্ণিঝড় ‘অশনি’র সম্ভাব্য আঘাতের খবরে উপকূল ও চরাঞ্চলের সাধারণ মানুষ রয়েছে অজানা আতঙ্কে। যার ফলে সিডর,আইলা,ফনি,বুলবুল ও আম্ফান ইয়াসের ভয়াবহ দাপটের কথা ভেবে এ উপজেলার উপকূলীয় এলাকার কৃষক শ্রমীক ও জেলে মাঝিমাল্লাসহ বিচ্ছিন্ন চরাঞ্চলের সাধারন মানুষ চিন্তিত হয়ে পড়েছে। ঘূর্ণিঝড় আসলেই উপজেলার সাইক্লোন শেল্টারগুলোকে প্রস্তুত করা হয়। এর আগে তেমন খবর নেয়া হয়না বলে জানান স্থানিয়রা।
Recent Comments