`জাটকা ধরা বন্ধ হলে’- ইলিশ উঠবে জাল ভরে’ এই প্রতিপাদ্যকে সামনে করে আজ ৮ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত ইলিশ সংরক্ষণ সপ্তাহ ২০২৫ উদ্ভোধনী করা হয় চরফ্যাসন উপজেলায়।
এবার জাটকা সংরক্ষণ সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ হয়েছে ‘জাটকা ধরা বন্ধ হলে, ইলিশ উঠবে জাল ভরে’। জাটকা হচ্ছে ১০ ইঞ্চি বা ২৫ সেন্টিমিটারের ছোট আকারের ইলিশ। এক কেজি ওজনের ইলিশ কমপক্ষে ৪০-৫০ সেন্টিমিটার এবং দুই কেজির অধিক হলে ৬০-৬২ সেন্টিমিটার হবে। দেশের প্রায় ৬ লাখ জেলে ইলিশ আহরণে সরাসরি নিয়োজিত রয়েছে।
প্রতিবছরের ন্যায় এবার ও চরফ্যাসন উপজেলায় জাতীয় জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্ভোবনী অনুষ্ঠান উপলক্ষে এক বণাঢ্য র‌্যালি এবং আলোচনা সভার আয়োজন করা হয়। র‌্যালিটি উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে চরফ্যাসন বাজার প্রদিক্ষণ করে চরফ্যাসন উপজেলায় এসে শেষ হয়। এরপর চরফ্যাসন উপজেলার মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাসন উপজেলার সহকারি কমিশনার (ভূমি) জনাব এমাদুল হক। সভায় সভাপত্বিত করেন চরফ্যাসন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা জনাব জয়ন্ত কুমার অপু। আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন চরফ্যাসন থানার ওসি (তদন্ত), সরকারি-বেসরকারি কর্মকর্তা কর্মচারিবৃন্দ, জাতীয় মৎস্যজীবি দলের সভাপতি, জেলেসহ, বিভিন্ন এনজিও, ইলেক্ট্রনিক, প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ।
চরফ্যাসন উপজেলার সহকারি কমিশনার (ভূমি) জনাব এমাদুল হক বলেন, ইলিশ হলো আমাদের সম্পদ। ১ সপ্তাহ আমরা জাটকা সংরক্ষণ করবো। এই নিষিদ্ধ সময় আমরা যেনো মাছ না ধরি কারন এ সময় ইলিশ বড় হওয়ার সময়। এখন আমরা যদি বুদ্ধিমাত্রার পরিচয় দিয়ে জাটকাকে ইলিশ হওয়ার সুযোগ দেই। তাহলে বিশ্বে যে পরিমাণ ইলিশ উৎপাদন হয় আমরা যদি ৮০ শতাংশ উৎপাদন করি জাটকা সংরক্ষণের মাধ্যমে আমাদের শতাংশ আরো বেড়ে যাবে। ফলে বাংলাদেশে ইলিশের চাহিদা আরো বেড়ে যাবে। জাটকা সংরক্ষণে আমরা সকলে সরকারের নির্দেশনা মেনে চলবো এবং সহনশীলভাবে জাটকা সংরক্ষণে সহযোগিতা করবো।
অনুষ্ঠানের সমাপনী বক্ত্যবে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জনাব জয়ন্ত কুমার অপু বলেন, প্রতিবছর এই জাটকা সংরক্ষণ সপ্তাহ উদযাপিত হয়।এই প্রোগ্রামের উদ্দেশ্য হলো ইলিশের যে ভান্ডার আছে তার মূল যোগান দাতা এই জাটকা। জাটকা বড় হয়ে ইলিশে রুপান্তরিত হয়। গবেষণায় দেখা গেছে ইলিশের আর্থিক এবং সামাজিক মুল্য প্রায় ৫০হাজার কোটি টাকা। আমাদের জেলে ভাইদের জীবন জীবিকা সম্পূর্ণ নির্ভর করে মাছ ধরার উপর তাই আমাদের এই সম্পদ রক্ষা করতে হবে।