সারাদেশের ন্যায় ভোলার চরফ্যাসন উপজেলাতে গত ১৫ জুন থেকে শুরু হয়ে আজ রবিবার (১৯ জুন) বিকাল ৫ টা পর্যন্ত চলেছে এই ক্যাম্পেইন কার্যক্রম।
৫ দিন ব্যাপী চলমান ছিলো জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। এ সময় সকল স্বাস্থ্যবিধি মেনে ৬-১১ মাস শিশুদের এক লাখ আইইউ মাত্রার একটি নীল ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী শিশুদের দুই লাখ আইইউ মাত্রায় একটি লাল ক্যাপসুল খাওয়ানো হয়েছে।
এ ব্যাপারে চরফ্যাসন পৌরসভা স্বাস্থ্য সহকারি মোঃ আউলাদ হোসেন বলেন, জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো শুরু হয়ে আজ পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ শতাধিক শিশুকে খাওয়ানো হয়েছে ক্যাপসুল। উপজেলার প্রতিটি সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রে শিশুদেরকে এই ক্যাপুলের আওতায় আনার সর্বোচ্চ চেষ্টা করেন।
উল্লেখ্য, আজ ১৯জুন শেষ দিন পর্যন্ত চরফ্যাশন হাসপাতালে মোট ৫ শতাদিক শিশুকে এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে এবং ৭ শতাদিক শিশুকে এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়ে এই ক্যাম্পেইন পরিচালিত হয়েছে।
প্রতিবেদন: অধরা ও উম্মে নিশি।
চরফ্যাশন ভোলা।