বিদায় নিয়েছে ২০২১ এসেছে নতুন বছর ২০২২। করোনা মহামারির কারণে নতুন বছরের শুরুর দিন এবার বই উৎসব হচ্ছে না। তবে নতুন বই বিতরণ কার্যক্রম স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে স্কুলে স্কুলেই বিতরণ করা হচ্ছে।
আজ শনিবার (১ জানুয়ারি) সারাদেশের ন্যায় চরফ্যাসনের প্রতিটি বিদ্যালয়ে বছরের প্রথম দিন থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া শুরু হয়েছে।
বছরের প্রথম দিনই নতুন বই পেয়ে আনন্দিত কমল মতি শিশুরা। অন্যদিকে অভিভাবকরা বলছে, দীর্ঘদিন পরে নতুন বছরে স্কুল খুলে নতুন বই দিয়েছে এটাই অনেক খুশির বিষয়।
চরফ্যাসন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিন বলেন, শিক্ষার্থীদের সুরক্ষিত রাখতে এবার প্রতিটি শ্রেণির বই বিতরণের জন্য প্রাথমিক বিদ্যালয়গুলোকে একদিন করে সময় দেওয়া হবে। প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বই বিতরণে সপ্তাহ ব্যাপী চলবে বই বিতরণের কার্যক্রম।
এছাড়াও তিনি বলেন, স্কুল থেকেই শিক্ষার্থীরা বই সংগ্রহ করবে। স্কুলগুলো আলাদা আলাদাভাবে প্রতিটি শ্রেণির শিক্ষার্থীদের বই বিতরণের ব্যবস্থা করা হয়েছে।
প্রতিবেদনে সুরভী ও মৌসুমী মনিষা।
রেডিও মেঘনা, চরফ্যাসন।
Recent Comments