চরফ্যাসন পৌর শহরকে যানজটমুক্ত এবং নিরাপদে জনসাধারণের চলাচল নিশ্চিত করতে চরফ্যাসন সদর রোডে কোনো ভ্রাম্যমান দোকান থাকবে না বলে জানিয়েছেন পৌর মেয়র মোঃ মোরশেদ মিয়া।
চরফ্যাসন সদর রোড থেকে অবৈধ ভ্রাম্যমান দোকান উচ্ছেদে পৌর মেয়রের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ জনগন। বিগত কয়েক বছর যাবৎ চরফ্যাশন বাজারে ফুটপাতে অলি গলিতে দোকানপাট বসিয়ে সাধারণ মানুষ এ দোকান ব্যবসায়ীরা ভোগান্তিতে পরছে। পর্যটন এলাকাখ্যাত চরফ্যাশন সদর রোড ছিল পথচারী ও যানবাহন চলাচলে অনুপযোগী এমনটাই বলেন তিনি।
মেয়র মোঃ মোরশেদ আরও বলেন, জনসাধারণের নির্বিঘেœ চলাচলে রাস্তার উপরে কোন দোকান বসতে দেয়া হবে না। রাস্তার উপর কোন ছাতা ঝুলাতে পারবে না এবং সেই সাথে শরীফ পাড়া ব্রীজ সংলগ্নে বোরাক,অটো, রিক্সা না রাখার নির্দেশনা দেওয়ার চিন্তা করছে।এব্যাপারে জিরো ট্রলারেন্স থাকবে।
তিনি আরও বলেন, সদর রোড আঞ্চলিক মহাসড়কে কোন দোকানপাট বসলে তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেয়া হবে। এই আদেশ কঠোরভাবে বাস্তবায়নের জন্য পৌরসভার টিম প্রতিদিন শহরে মনিটরিং করবে বলেও জানান।
মৌসুমী মনীষা ও সুরভী
রেডিও মেঘনা-চরফ্যাসন।