দুর্যোগ মোকাবিলায় সঠিক প্রস্তুতি ও সচেতনতার অভাবে প্রতিবছরই প্রাণহানীসহ নানান ক্ষয়ক্ষতির শিকার হয় উপকূলবাসী। তাই আমাদের প্রত্যেকেরই সচেতন হওয়া অত্যান্ত জরুরী সেই সাথে স্থানীয় প্রশাসনেরও গুরুত্ব দেওয়া উচিৎ। দুর্যোগ প্রস্তুতি ও স্থানীয় প্রশাসনের ভূমিক নিয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠান ‘দুর্যোগে আমরা’। জলবায়ু পরিবর্তনের কারণে আমরা বিভিন্ন দিক দিয়ে ঝুঁকির মধ্যে রয়েছি। তবুও এর সাথে খাপ খাইয়ে জীবনযাপন করছি আমরা । আমাদের আলোচনার বিষয় দূর্যোগ প্রস্তুতি ও স্থানীয় প্রশাসন বিষয়ে। এ বিষয়ে আলোচনা করবার জন্য স্টুডিওতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্তকর্তা মোঃ আনিছুর রহমান, উপস্থাপনায় ছিলেন জেসমিন।
অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে সিএফটিএম প্রকল্পের সৌজন্যে। সহযোগিতায় প্রকাশ ও বৃটিশ কাউন্সিল। বাস্তবায়নে কোস্ট ফাউন্ডেশন।
Recent Comments