হিমালয় কন্যা কড়া নাড়ছে শীতের। গত কয়েক দিনে এ জনপদে সকালের কুয়াশা জানান দিচ্ছে ঋতুচক্রের শীতের আগমন বার্তা। সকালের কুয়াশা আর হালকা শীত বেশ উপভোগ করার মত।
গত কয়েকদিন ধরেই চরফ্যাসনে সকালে সময়টিতে কখনো হালকা আবার কখনো ঘন কুয়াশা পড়ছিল। কুয়াশার পরিমাণ আরো বাড়ে। ঘন কুয়াশায় ঢেকে যায় পথ ঘাট নদ নদী। একদল কাক, ভাত শালিকের ছুটোছুটি চারপাশে। ছোট জলাশয়গুলো মুখ মেলেছে শাপলা। সকাল সাড়ে ৭টায় দেখা মিলল সূর্যের। মুহুর্তেই বিদায় হলো সব কুয়াশা।
শীতের আগাম প্রস্তুতি নিয়ে স্থানীয়রাও কাঁথা কম্বল বের করতে শুরু করেছেন। গত কয়েকদিনে দিনের বেলায় কড়া রোদ থাকলেও সন্ধ্যা নামার সাথে সাথে তাপমাত্রা কমে আসছে। একই সাথে কুয়াশার ঘনত্ব বাড়ছে এমনটাই বলছেন স্থানীয়রা।
প্রকৃতির যেন দারুণ এক রূপ ধারণ করে শীত এলেই। শিশির ভেজা ঘাসে হাঁটতে ভালো লাগে। শুরু হলো পাতা ঝরার দিন। হালকা ঠা-া আর ঘন কুয়াশার মধ্য দিয়ে হারিয়ে যাওয়া যায় দিগন্তজুড়ে। পরিবেশবিদরা মনে করেন, জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের ঋতু বৈচিত্র্য পাল্টে যাচ্ছে। যে সময়ে যেটা হওয়ার কথা সেটা হচ্ছে না। তবুও বার বার ফিরে আসুক গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত।
মৌসুমী মনীষা ও সুরভী
রেডিও মেঘনা-চরফ্যাসন।