সারা দেশের ন্যায় ভোলার চরফ্যাসনেও একযোগে ২০২২ শিক্ষাবর্ষের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। নিয়ম অনুযায়ী পরীক্ষার ৩০ মিনিট আগেই কেন্দ্রে প্রবেশ করে পরীক্ষার্থীরা। করোনার কারণে সময় সূচী পরিবর্তন করে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হয়। রোববার (৬ নভেম্বর) বেলা ১১টায় সংক্ষিপ্ত সিলেবাসে বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে শুরু হলো এবারের এইচএসসি ও সমমান পরীক্ষা। এবারের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে ২ ঘন্টায়। সকাল ১১টায় পরীক্ষা শুরু হয়ে তত্ত্বয়ী পরীক্ষা শেষ হচ্ছে দুপুর ১টায়।

শিক্ষা অফিসের তথ্য মতে, করোনা সংক্রমণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে পাঠ্যসূচি কমিয়ে সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে সংশ্লিষ্ট শিক্ষাবোর্ড। এবছর পরীক্ষার নির্দেশনা অনুযায়ী, পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষার হলে প্রবেশ করতে হবে ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া পরীক্ষা কেন্দ্রে অন্য কেউ মোবাইল ফোন বা অননুমোদিত ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবেন না।

বছরের শেষ পর্যায় হলেও সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষার কেন্দ্রে বসে পরীক্ষায় অংশ গ্রহন করতে পারায় আনন্দিত চরফ্যাসনের পরীক্ষর্থীসহ অভিবাবকরা।
চরফ্যাসনের প্রতিটি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিন। আগামী ১৩ ডিসেম্বর এইচএসসির তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে। ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ১৫ ডিসেম্বর, যা শেষ হবে ২২ ডিসেম্বর।

প্রতিবেদন সুরভী ও মৌসুমী মনিষা
রেডিও মেঘনা-চরফ্যাসন।