বাংলাদেশে শারীরিক শিক্ষার গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই বিষয়কে প্রাধান্য দেওয়া হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও। আগে শারীরিক শিক্ষা বলতে শরীর সমন্ধীয় শিক্ষাকে বোঝানো হতো। বর্তমানে শরীর ও মনের বিকাশ সম্পর্কীয় শিক্ষাকেই শারীরিক শিক্ষা বলে।
শিক্ষার্থীদের সুস্থ দেহে, সুন্দর মন গড়ে তুলতে হাসানগঞ্জ ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ে অন্যান্য বিষয়ের সাথে রুটিন করে প্রতিদিন শারীরিক শিক্ষা পাঠদান দেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের বয়ঃসন্ধিকালীন সময়ের বিভিন্ন বিষয় সম্পর্কে খোলামেলা আলোচনা করে তাদেরকে ভ্রান্ত ধারনা (কুসংস্কার) বিষয়ে সচেতন করা হয় বলে জানান, হুমায়ুন কবির স্যার।
বিদ্যালয়ে নবম শেণীতে পড়ুয়া শাফিয়াসহ অন্যান্য শিক্ষার্থীরা জানান, শারীরিক শিক্ষা আমাদের অনেক পছন্দের একটি বিষয়। কারণ এই বিষয়টি পাঠের মাধমে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের বিষয়ে জানতে পারি। সু-শৃঙ্খলভাবে জীবন-যাপন করতে হলে মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে হবে।
বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রচারিত হয়, রেডিও মেঘনার সাপ্তাহিক অনুষ্ঠান “বিদ্যাপিঠ”। ৯৯.০ এফএম-এ প্রতি বুধবার সকাল ০৯: ২৫ মিনিটে।
উপস্থাপনায়: তাসপিয়া
প্রযোজনায়: মৌসুমী মনিষা।
Recent Comments