আমরা জীবনে সফল হতে চাই সবাই। একেকজন একেক ভাবে সফল হওয়ার জন্য পরিশ্রম করি। পরিশ্রম ছাড়াও অনেকে মনে করেন সফল হওয়ার জন্য অর্থ প্রয়োজন। বন্ধুরা বলছিলাম সফল হওয়ার কথা। নিজের কঠোর শ্রম, মেধা আর সল্প কিছু পুঁজি দিয়ে সফলতার দ্বার প্রান্তে চরফ্যাসন পূর্ব মাদ্রাজ ৭ নং ওয়ার্ডের আব্দুল কাদের মাঝি । নয়শত টাকা দিয়ে একটি গরু কিনে শুরু করেন গরু পালন। আস্তে আস্তে পর্যায়ক্রমে দুইটা খামারে চল্লিশ (৪০) টা গরু হয় তার। গরু বিক্রির টাকা দিয়ে দুই মেয়েকে বিয়ে দিয়েছেন, পাকাঁ বাড়িসহ নিজে জমি কিনেছেন। নিজের জমিতে আবার কৃষি কাজও করে থাকেন আব্দুল কাদের মাঝি। একটা সময় যার দিন কেটেছিলো অভাবে তার এখন গোয়াল ভরা গরু, পুকুর ভরা মাছ আরও রয়েছে গোলা ভরা ধান। নিজের কাজে সহযোগিতা করতে বড় ছেলেকেও খামারের কাজ শিখিয়েছেন তিনি। বাবা ও ছেলে দুজনেই দেখাশোনা করেন গরুর দুটি খামারের। বিক্রি করা গরুর মধ্য সর্বচ্চ দাম ছিলো এক লাখ সত্তর হাজার টাকা। গোয়ালে এখনো নেপালী জাতের দুটি গরু রয়েছে যার দাম ধরেছেন একলাখ নব্বই হাজার। ভবিষ্যতে এই খামারের সাথে জরিত থাকতে চান আব্দুল কাদের মাঝির ছেলে মোঃ মাশুদ। কারণ বাবা বৃদ্ধ হয়ে গেছে তাই বাবার পেশাকে নিজের পেশা হিসেবেই সামনের দিকে এগিয়ে নিতে চান।

সফলতার কাহিনী নিয়ে রেডিও মেঘনার সাপ্তাহিক আয়োজন “সফল উদ্যাক্তা”। প্রচারিত হয় বৃহস্পতিবার ০৯:২৫ মিনিটে।
অনুষ্ঠানটি উপস্থাপনা ও সম্পাদনায় ছিলেন জেসমিন।