‘উন্নয়ন, তথ্যসেবা ও দুযোর্গে উপকুলবাসীর আস্থা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে দ্বীপ জেলা ভোলার চরফ্যাসন উপজেলায় কোস্ট ফাউন্ডেশনের কমিউনিটি রেডিও মেঘনার ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী-২০২৩ উদযাপন করা হয়েছে।
১৮ ফেব্রুয়ারী (শনিবার) সকাল ১০ টায় কোস্ট ফাউন্ডেশন এর কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলা নির্বাহী অফিসার এর বাসভবনে গিয়ে শেষ হয়। পরে কেক কাটা ও আলোচনার মধ্য দিয়ে এ রেডিও মেঘনার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। স্থানীয় কিশোরী ও যুবনারী দ্বারা পরিচালিত চরফ্যাসন উপকূলীয় গণমানুষের মুখপাত্র রেডিও মেঘনার ৮ম বছর পেরিয়ে নবম বছরে পর্দাপন করলো।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রেডিও মেঘনার উপদেষ্টা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের সহধর্মিণী মিসেস ইয়াসরিবা মুমু। কোস্ট ফাউন্ডেশন ভোলা জেলা সহকারী পরিচালক রাশিদা বেগম। এছাড়া আরো উপস্থিত ছিলেন, কোস্ট ফাউন্ডেশন মাইক্রোফিনান্স বিভাগের কর্মীসহ রেডিও মেঘনার সকল কলাকৌশলীরা।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, এর মধ্যেও চরফ্যাসনের উপকূলের কন্ঠস্বর ৯৯.০ এফএম কমিউনিটি রেডিও মেঘনা সুনামের সাথে পরিচালিত হচ্ছে। সেই সাথে রেডিও মেঘনার ভবিষ্যৎ পরিকল্পনা ও কার্যক্রম এর সাফল্যর সাথে সামনে দিকে এগিয়ে যাওয়া কামনা করেন।
উল্লেখ্য, চরফ্যাসন উপকূলীয় গনমানুষের একমাত্র কমিউনিটি রেডিও মেঘনা ২০১৫ সালের ১৮ ফেব্রুয়ারি প্রথম যাত্রা শুরু করে। ২০২৩ সালের ১৮ ফেব্রুয়ারী ৮ম বছর পেরিয়ে ৯ম বছরের পর্দাপণ করলো।
Recent Comments