কৃষিপ্রধান বাংলাদেশে করলা একটি অন্যতম প্রধান সবজি। স্বাদে তিক্ত হলেও সকলের নিকট এটি প্রিয় সবজি হিসেবে পরিচিত। আর আমাদের দেশেও এই করলার চাষ হয় ব্যাপক। আছলামপুরের কৃষক নুর ইসলাম (৬০) প্রায় বিশ বছর ধরে কৃষি কাজ করেন। প্রতি বছরই করলার চাষ করে ভালো আয় হয়। তাই এ বছর ১৬০ শতাংশ জমিতে করলার চাষ করেছেন। প্রায় একমাস বিশ দিন আগে করলার গাছ রোপণ করেন। রোপণ করা থেকে শুরু করে এ পর্যন্ত প্রায় দের লক্ষ টাকা ব্যয় করেছেন। গাছে ফলন শুরু হয়েছে, এ পর্যন্ত তিন থেকে চার বার (৩-৪) ফসল তোলেন। এতে তিনি প্রায় পঞ্চাশ হাজার (৫০,০০০) টাকা পেয়েছেন। গাছ ও ফলন ভালো দেখে করলা চাষে এবার ও লাভবান হবেন বলে তিনি আশা করেন। এ ভেবেই হাসি মুখে কাজ করেন ফসলের জমিতে।
কৃষি বিষয়ক রেডিও মেঘনার সাপ্তাহিত অনুষ্ঠান “কৃষি ও কৃষক”। প্রচারিত হয় প্রতি বুধবার বিকেল ০৫:৪০ মিনিটে। শুনুন, রেডিও মেঘনা ৯৯.০ এফএমএ। অনুষ্ঠানের প্রজোযনায় জেসমিন, উপস্থাপনায় ফারিহা ইসলাম