চরফকিরা গ্রামে এখন বরই চাষ করে সফলতার মুখ দেখছেন যুব উদ্যোক্তারা। পতিত জমিকে কাজে লাগিয়ে তারা গড়ে তুলেছেন বাণিজ্যিক বরই বাগান, যা বদলে দিয়েছে তাদের জীবনের গল্প।
এই বাগানের পরিচর্যার দায়িত্বে আছেন ফিরোজ হোসেন। কয়েক বছর আগেও নিদিষ্ট কোন কাজ ছিলনা তার। আজ তিনি একজন সফল কৃষি উদ্যোক্তা। নিয়মিত পরিচর্যা, সময়মতো সার ও পানি দেওয়ার কারণে এখন ভালো ফলন পাচ্ছি। বরই চাষে খরচ কম, লাভ বেশি।
ফিরোজ জানান, ৮০ শতাংশ জমিতে চুয়াডাঙ্গা থেকে চারা সংগ্রহ করে রোপন করে বরই বাগান গড়ে তুলেছেন। প্রথম দিকে বরই চাষের কোন ধরনের অভিজ্ঞতা ছিলোনা, পরবর্তীতে পাশ্ববর্তী খামারিদের পরামর্শে বরই গাছে পরিচর্যা শুরু করেন। এ বছর বরই চাষে খরচ হয়েছে ২ লাখ থেকে ২লাখ ৫০ হাজার টাকা। বরই বিক্রি করেছেন ২লাখ টাকার।
তবে তিনি আশা করছেন এই বছর ৪ লাখ থেকে ৫ লাখ টাকার বরই বিক্রি করতে পারবেন।
কৃষিতে নতুন সম্ভাবনার নাম বরই চাষ
Recent Comments