অন্য সব কাজের মতোই কৃষি কাজেও রয়েছে লাভ-ক্ষতি। এ কাজে জড়িত হয়ে কোনো মৌসুমে ভালো লাভ হয় আবার কোনো মৌসুমে গুনতে হয় বিপুল পরিমানে লোকসান। আব্দুল্লাহপূর ৬নং ওয়ার্ডের কৃষক মোঃ সোহেলের ক্ষেত্রেও লাভ-ক্ষিতির বিষয়টা এমনই। গত পনেরো বছর ধরে শীত আসলেই সবজি ফুলকপি ও বাঁধাকপি‘র চাষ করেন। কৃষি কাজের পাশাপাশি অন্যান্য আরো কাজ-কর্মের সাথে জড়িত তিনি। এ বছর এক কানি জমিতে ফুলকপি ও এক কানি জমিতে বাঁধাকপির চাষ করেছেন। তিনি আরও জানান, কপি চাষে অনেক যত্নের প্রয়োজন হয়। এতো বড় মাঠের সবজি তার একার পক্ষ্যে যত্ন করা সম্ভব হয়না, তাই এই সবজির যত্নের জন্য সব-সময় অণ্য মানুষের সাহায্য প্রয়োজন হয়। এছাড়াও এ বছর কপি চাষে শতাংশ প্রতি তার প্রায় দুই হাজার টাকার মতো খরচ হয়েছে। কিছু দিনের মধ্যেই সবজি বাজার জাত করা যাবে। এখনো গাছের পরিস্থিতি ও বাজার দর দুটোই ভালো রয়েছে। বাজার দর ভালো থাকলে এবারও কপি চাষে লাভবানের আশায় রয়েছেন কৃষক মোঃ সোহেল।
কৃষি ষিয়ক রেডিও মেঘনার সাপ্তাহিক অনুষ্ঠান “কৃষি ও কৃষক”। অনুষ্ঠানটি শুনুন ৯৯.০ এফএম এ সপ্তাহের প্রতি বুধবার বিকেল ৫:৪০ মিনিটে।
অনুষ্ঠানটির উপস্থাপনায়: ফারিহা ইসলাম
প্রযোজনায়: তাসপিয়া।
Recent Comments