আসলামপুর ৫নং ওয়ার্ডে পদ্ম কিশোরী শ্রোতাক্লাবের সদস্যরা নিয়মিত রেডিও মেঘনা শুনেন। প্রতিদিনের মতো আজও বিকেলে খোলা মাঠে রোদে বসে রেডিও মেঘনা শুনছেন এবং নিজেদের মধ্যে বাল্যবিয়ের ক্ষতিকর দিক নিয়ে আলোচনা করেন।
পদ্ম কিশোরী ক্লাবের লিডার ইসতার জাহান তারিন সকল কিশোরীদের উদ্দেশ্যে বলেন, বাল্যবিবাহ মেয়েদের স্বাস্থ্য ও শিক্ষা জীবনের জন্য একটি ভয়াবহ হুমকি। যা শারীরিক জটিলতা, উচ্চ মাতৃমৃত্যুর ঝুঁকি, এবং মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটায়। এটি শিক্ষার পথ বন্ধ করে, দারিদ্র্য চক্র তৈরি করে এবং পারিবারিক সহিংসতা বৃদ্ধির পাশাপাশি নারীর অধিকার লঙ্গণ করে।
এছাড়াও, বাল্যবিবাহ কম বয়সী মেয়েদের ব্যক্তিগত বিকাশ ও সামাজিক উন্নয়নের পথে প্রধান বাঁধাগ্রস্ত হয় এমনটাই উঠে আসে তাদের আলোচনায়।
Recent Comments