গবাদি পশুর যত্ন ও করণীয় বিষয়ক রেডিও মেঘনার সাক্ষাৎকারমূলক আলোচনা অনুষ্ঠান ‘যত্নে মিলুক সফলতা’। এ অনুষ্ঠানে গবাদি পশুর বিভিন্ন রোগ, চিকিৎসা ও পরামর্শ নিয়ে আলোচনা করা হয়। এবারের পর্বের বিষয় ছিলো ‘গরুর খুরা রোগ’। এ বিষয়ে আলোচনা করার জন্য সরাসরি স্টুডিওতে উপস্থিত ছিলেন ডা: মো: আতিকুর রহমান, ভেটেনারি সার্জন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর, চরফ্যাসন। উপস্থাপনায় ছিলেন লাবনী হোসেন। অনুষ্ঠানের এ পর্বে আলোচনা করা হয় গবাদি পশুর ক্ষুরা রোগের কারণ, ক্ষতিকর প্রভাব, প্রতিকারের উপায়, ক্ষুরা রোগ আসলে কোন ধরনের ভাইরাস দ্বারা আক্রান্ত হয়, এ রোগ নিয়ন্ত্রনের জন্য কোন ধরনের ভ্যাকসিন রয়েছে কিনা ইত্যাদি বিষয়ে। এ ছাড়াও আলোচনা অনুষ্ঠান চলাকালিন সময়ে শ্রোতারা ফোন কলের মধ্যমে উপস্থিত ডাক্তারের কাছে তাদের গবাদিপশুর সমস্যা নিয়ে অনেক প্রশ্ন করেন। এ অনুষ্ঠানে অর্ধশতকেরও বেশি শ্রোতা ফোন কল করেন এবং এ ধরণের অনুষ্ঠান নিয়মিত প্রচারের জন্য অনুরোধ জানান শ্রোতারা।
Recent Comments