গ্রামীণ নারীরা এখন আর ঘরে বসে নেই। পরিবারে আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনতে পুরুষের পাশাপাশি নারীও এখন বাড়তি আয়ের জন্য খুজেঁ নিচ্ছি সফলতা পথ। অল্প পুজিঁ নিয়ে হলেও বড় ইচ্ছা মনে নিয়ে, ছোট থেকে শুরু করা দুই নারীর গল্প নিয়ে আজকের আয়োজন।
ওমরপুর ১নং ওয়ার্ডে বসবাস করেন পিংকি রানী (২৫)। সাংসারিক বিভিন্ন কাজের পাশাপাশি দেশি হাঁস পালন করেন। শাশুড়ির থেকে পরামর্শ নিয়ে তিনি প্রথমে দুইটি হাঁস পালনের মাধ্যমে শুরু করেন আয় করা। বর্তমানে তার ১৮টি হাঁস রয়েছে।দৈনন্দিন কাজের পাশাপাশি হাঁসের যতœ করতে ভালো লাগে বলে জানান, পিংকি রানী।
এছাড়াও তার প্রতিবেশি কবিতা রানী (৩০) নয়টি চিনা হাঁস পালন করেন। তিনি জানান, এই প্রথমই চিনা হাঁস পালন করতেছি। হাঁস-মুরগী পালন করতে বেশ ভালোই লাগে কিন্তু যখন রোগ-বালাই দেখা দেয় তখন আর ইচ্ছে থাকেনা। তার পরেও বসে না থেকে আয় করার চেষ্টা চালিয়ে যাবেন। দুজনেই এই আয়ের টাকা সাংসারিক কাজ এবং সন্তানের লেখা-পড়ার পেছনে ব্যয় করেন।
সফলতার গল্প নিয়ে রেডিও মেঘনার সাপ্তাহিক অনুষ্ঠান “সফল নারী”। শুনতে কান পাতুন সপ্তাহের প্রতি বৃহস্পতিবার সকাল ০৯:২৫ মিনিটে। শুধুমাত্র ৯৯.০ এফএম এ।
উপস্থাপনায় ফারিহা ইসলাম
প্রোযোজনায় তাসপিয়া।
Recent Comments