চরফ্যাশনে দিন দিন বেইজিং হাঁস পালনের দিকে ঝূঁকছে মানুষ। বেইজিং হাঁস-পালনে স্বাবলম্বী হচ্ছেন অনেকে। বেইজিং প্রজাতির সাদা হাঁসের খামার করে স্বাবলম্বী হচ্ছেন চরফ্যাশন উপজেলার জিন্নাঘর ৯নং ওর্য়াডের মাষ্টার পাড়ার আব্বাস উদ্দিন।
এক বছর আগে তিনি ১৩০ টাকা দরে ৩টি বেইজিং হাঁসের বাচ্চা কিনে আনেন। খামারি আব্বাস উদ্দিন বলেন, তিনটি বাচ্চা থেকে এখন খামারে প্রায় ২০টির হাঁস রয়েছে। দুই মাসের মধ্যেই তিনি লাভের মুখ দেখেন। একটি বেইজিং হাঁস প্রায় ৩ থেকে ৪ কেজি হয়। প্রতি কেজি হাসেঁর দাম ৫০০ থেকে ৬০০ টাকা করে। বেইজিং হাঁসের ডিম বিক্রি করছেন প্রতি পিস ৩০ টাকা দরে। খামারের পরিধি বাড়লে এ আয় আরও বেড়ে যাবে।
শখের বশে বেইজিং হাঁসপালন কারী জাহাঙ্গীর আলম বলেন, তিনি পেশায় একজন রিক্সা চালক পাশাপাশি ৪টি বেইজিং হাঁস বাচ্চা দিয়ে শুরু করেন। বেইজিং হাঁস পালনে খরচ বেশি হয় তবে সঠিক যতেœ হাঁসগুলো পালনে লাভবান হওয়ার সম্ভবনা রয়েছে।