চরফ্যাশন উপজেলা আসলামপুর ইউনিয়নে বেতুয়ায় নতুন লঞ্চ টার্মিনাল উদ্বোধন করেন নৌপরিবহন মন্ত্রাণালয় উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড.এম সাখাওয়াত হোসেন।
আজ সোমবার সকাল ১২ টায় এক জমকালো আয়োজন ও উদ্বোধনী ফলক উম্মোচনের মাধ্যমে এই নতুন লঞ্চ টার্মিনাল উদ্বোধন করেন। এই বন্দর উদ্ধোধনের মাধ্যমে চরফ্যাশন, মনপুরাসহ দক্ষিণ বঙ্গের সাথে দেশের আরেকটি বাণিজ্যিক দরজা উম্মোচন হলো।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা- রাসনা শারমিন মিথি, সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন, সহকারী পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল, বিভিন্ন প্রশাসনের কর্মকর্তাগণ, বাংলাদেশ নৌবাহিনী, পুলিশ সদস্য, সাংবাদিকবৃন্দ, রেডিও মেঘনা ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
উল্লেখ থাকে যে,২০২৩-২০২৪ অর্থ বছরে ৫ কোটি টাকা ব্যয়ে ৮শতাংশ জমির উপর তিন তলা বিশিষ্ট আধুনিক এই লঞ্চ টার্মিনাল প্রকল্প গ্রহন করা হয়। এছাড়াও যাত্রীদের অপেক্ষার জন্য আরামদায়ক ভিআইপি অয়েটিং রুম,বিশ্রামাগার,রেষ্টুরেন্ট ও যাত্রী নিরাপত্তায় আনসার এবং মনিটরিং ব্যবস্থাপনা রয়েছে ।
Recent Comments