ভোলা জেলার চরফ্যাসন উপজেলার খেঁজুর গাছিয়া এলাকার কৃষক নুর সোলাইমান মিষ্টি আলু চাষে সফল হয়ে প্রতি বছরই চাষ করেন।
প্রথমে অল্প জমিতে মিষ্টি আলুর চাষ শুরু করেন। সহজলভ্য চাষ পদ্ধতির কারণে প্রথম বছরই ভালো ফলন পান।
তিনি বলেন, এবছর তিন বিঘা জমিতে মিষ্টি আলু চাষ করেন। মিষ্টি আলু চাষে পানি ও সার কম লাগে। পাশাপাশি এটি প্রাকৃতিক পদ্ধতিতেই ভালোভাবে বেড়ে ওঠে, তাই কীটনাশকের প্রয়োজন হয় না। ফলনও বেশি হওয়ায় লাভের পরিমাণ অনেক।
স্থানীয় বাজারে মিষ্টি আলুর চাহিদা অনেক। উৎপাদিত মিষ্টি আলু স্থানীয় বাজারে প্রতি কেজি মিষ্টি আলু ১৫-২০ টাকা দরে বিক্রি করে আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন বলে জানান নুর সোলাইমান ।
কৃষি কর্মকর্তা জানান, মিষ্টি আলু চাষ চরাঞ্চলের মাটির জন্য অত্যন্ত উপযোগী। এটি শুধু কৃষকের আয়ের পথ সুগম করবে না, বরং দেশের খাদ্য নিরাপত্তায়ও বড় ভূমিকা রাখবে