সারাদেশের ন্যায় ভোলার চরফ্যাসন উপজেলার বিভিন্ন ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রগুলোতে দিনব্যাপী শিশুদের খাওয়ানো হয়েছে জাতীয় “ভিটামিন এ প্লাস” ক্যাপসুল।
আজ (০১ জুন) শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলেছে এই ক্যাম্পেইন কার্যক্রম। এই ক্যাম্পেইনের আওতায় ৬-১১ মাস বয়সী শিশুদের এক লাখ আইইউ মাত্রার একটি নীল ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী শিশুদের দুই লাখ আইইউ মাত্রায় একটি লাল ক্যাপসুল খাওয়ানো হয়।
এ ব্যাপারে চরফ্যাশন হাসপাতালে স্বাস্থ্য কমপ্লেক্সের স্বেচ্ছাসেবী সূত্রে জানা গেছে, সারাদেশে ন্যায় চরফ্যাসনের পৌরসভাসহ প্রতিটি ইউনিয়রে একযোগে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে দিনব্যাপী জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে।
উল্লেখ্য, ভিটামিন “এ” এর অভাবে কেবল রাতকানা রোগ হয় তাই নয়।ডায়রিয়া,হাম,পুষ্টিহীনতাসহ বিভিন্ন রোগ প্রতিরোধেও ভিটামিন ‘এ’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ জন্য প্রতিটি শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়নোর উপর জোড় দেয়া হয়েছে।