আজ থেকে (৮ এপ্রিল, বৃহস্পতিবার) সারাদেশের ন্যায় চরফ্যাসনেও একযোগে শুরু হয়েছে করোনাভাইরাস টিকার দ্বিতীয় ডোজের কাযক্রম। গত ৭ ফেব্রুয়ারি থেকে চল্লিশোর্ধ বয়সের যারা করোনা টিকা নিয়েছেন তারা আজ থেকে দ্বিতীয় ডোজ টিকা নিতে পারবেন। চরফ্যাসন হাসপাতাল সূত্রে জানা যায়, উপজেলায় এখন পর্যন্ত ১২ হাজার ডোজ ভ্যাকসিন এসেছে। তার মধ্যে প্রথম ধাপে টিকা নিয়েছেন, ৮হাজার ৯শত ১৯ জন। এর মধ্যে ৫ হাজার ৫শত ৮১ জন পুরুষ এবং ৩ হাজার ২৯ জন নারী। আজ সকাল থেকে শেষ খবর পাওয়া পর্যন্ত মোট ২০ জন করোনার দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করেছেন। পর্যায়ক্রমে সকলের মোবাইলে এসএমএসের মাধ্যমে টিকা গ্রহণের তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকলল্পনা কর্মকর্তা ডা. শোভন কুমার বসাক।করোনা টিকার দ্বিতীয় ডোজ গ্রহণকারী আব্দুস সাত্তার ও নেছার নয়ন বলেন, প্রথম ডোজ টিকা নেওয়ার পর একটু ভয় ছিলো। পরে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া না হওয়ার নির্ভয়ে দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন তারা। প্রতিবেদনে মৌসুমী মনিষা