মহামারি করোনা ভাইরাস নিয়ন্ত্রনে রেখে পুরোপুরিভাবে শিক্ষা কার্যক্রম চালু করতে এবং শিক্ষার্থীদের করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষিত রাখতে সারাদেশের ন্যায় চরফ্যাসনে ১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের টিকা দান কার্যক্রম শুরু হয়েছে।
আজ সোমবার (১০ জানুয়ারী) কুলছুমবাগ এ মোতালেব মাধ্যমিক বিদ্যালয় ঘুরে দেখা যায়, ৭টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার ১২ থেকে ১৮ বছরের প্রায় সাড়ে ৫শত শিক্ষার্থীদের টিকার আওয়াতায় আনা হয়েছে।
এদিকে শিক্ষার্থীরা বলছে, জন্ম নিবন্ধন কার্ড দিয়ে করোনা ভাইরাসের টিকা নিতে পেরে বেশ খুশি তারা। শিক্ষা কার্যক্রম চলমান রাখার জন্য বিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে করোনা টিকা দেওয়ায় সন্তুষ্ট শিক্ষকরা।
এবিষয়ে চরফ্যাসন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মহিউদ্দিন বলেন, ইউনিয়ন পর্যায়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের করোনা ভাইরাসের টিকার আওতায় আনার জন্য বিদ্যালয় ভিত্তিক ক্যাম্পইন করে টিকা দেওয়া হচ্ছে। এছাড়াও তিনি বলেন, শিক্ষার্থীদের কথা চিন্তা করে হাসপাতালে না দিয়ে বিদ্যালয় ভিত্তিক করাতে শিক্ষার্থীদের জন্য ভালো হয়েছে বলে জানান তিনি।
এক মাস ব্যাপী চরফ্যাসনে প্রায় ৬৫ হাজার শিক্ষার্থীকে টিকা দানের লক্ষ্য নিয়ে এই কার্যক্রম চলমান থাকবে।
সুরভী আক্তার
রেডিও মেঘনা, চরফ্যাসন।
Recent Comments