চরফ্যাসনে সরিষার বীজ বপনের পর কয়েকদিনের মধ্যে টানা বৃষ্টিতে পানি জমে সরিষার বীজ নষ্ট হয়ে যাওয়ায় সরিষা চাষে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এ বছর উপজেলায় প্রায় ৩ হাজার ৫শত হেক্টর জমিতে সরিষার আবাদ হওয়ার কথা থাকলেও মাত্র ১ হাজার হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। প্রথম দিকে আবহাওয়ার অবস্থা ভালো দেখে চাষীরা মনে করেছেন ফলন অনেক ভালো হবে, কিন্তু টানা কয়েক দিনের বৃষ্টির কারণে সরিষার ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন চাষীরা।
উত্তর ফ্যাসন গ্রামের সরিষা চাষী মোঃ সবুজ জানান, প্রতিবছর প্রায় চার-পাঁচ কানি জমিতে সরিষা চাষ করতেন কিন্তু প্রতিবছর লোকসান হওয়ায় এ বছর দেড় কানি জমিতে সরিষার চাষ করেছেন। বৃষ্টির পানি জমে যাওয়ায় সব চারাগুলো উঠতে না পারায় এতে ক্ষতির আশঙ্কা করছেন বলে জানান।

এছাড়া নাছির উদ্দিন বলেন, দিন দিন সরিষা চাষ কমে যাচ্ছে। এবার আবহাওয়ার জন্য সরিষা নিয়ে চিন্তায় আছেন। এখন চলতি মাসে আবারও বৃষ্টি হলে সরিষার ফলনের ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান কৃষক নাছির উদ্দিন।
চরফ্যাসন উপজেলা কৃষি কর্মকর্তা আবু হাসনাইন বলেছেন, প্রতি বছরের তুলনায় এবার সরিষার চাষ খুব কম হয়েছে। উপজেলায় ১ হাজার হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। বীজ বপনের উপযুক্ত সময়ে বৃষ্টির কারণে অধিকাংশ কৃষকরা সরিষা চাষ করতে পারেননি বলে জানান তিনি। এর মধ্যে এক তৃতীয়াংশ জমির সরিষায় ফুল এসেছে।

প্রতিবেদনে সুরভী আক্তার ও মৌসুমী মনীষা
রেডিও-চরফ্যাসন।