বিদায় নিয়েছে ২০২২ এসেছে নতুন বছর ২০২৩। শিক্ষা নিয়ে গড়বো দেশ শেখ হাসিনার বাংলাদেশ এই প্রতিপাদ্যে প্রাক-প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে বিনা মূল্যে বই বিতরণের মধ্য দিয়ে দেশজুড়ে বই উৎসব উদযাপন করা হয়েছে।
বিগত দুই বছর করোনার কারণে বই উৎসবে অনেকটা ভাটা পড়ে। তবে এবার উৎসবকে কেন্দ্র করে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস দেখা গেছে।
সারাদেশের ন্যায় আজ রবিবার (১ জানুয়ারি) চরফ্যাসনের প্রতিটি বিদ্যালয়ে প্রতিবছরের মতো এ বছরও বই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ অহিদুল ইসলাম ও সহকারি শিক্ষা কর্মকর্তা মোঃ শফিকুল ইসলামসহ চরফ্যাসন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ।
বছরের প্রথম দিনই নতুন বই পেয়ে আনন্দিত কোমলমতি শিশু ও অভিভাবকরা।
প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ অহিদুল ইসলাম বলেন, বছরের প্রথম দিনে সব শিক্ষার্থী সব বই হাতে পাবে না। নানামুখী জটিলতায় এবার ছাপার কাজ পুরোপুরি শেষ না হওয়ায় বিপুলসংখ্যক শিক্ষার্থী কয়েকটি করে বই পাবে।
এছাড়াও তিনি বলেন, স্কুল থেকেই শিক্ষার্থীরা বই সংগ্রহ করবে। স্কুলগুলো আলাদা আলাদাভাবে প্রতিটি শ্রেণির শিক্ষার্থীদের বই বিতরণের ব্যবস্থা করা হয়েছে।
মৌসুমী মনীষা ও সুরভী।
রেডিও মেঘনা, চরফ্যাসন।
Recent Comments