প্রতিবছরের ন্যায় চলতি বছরও চরফ্যাসনের মাঠে মাঠে শিম ও শিমের বেগুনী-সাদা ফুলের সমারহ। চরফ্যাসনের আসলামপুর, হাজারিগঞ্জ,আমিনাবাদ, আব্দুল্লাহপুরসহ বিভিন্ন এলাকায় ব্যাপক শিম চাষ হয়েছে শীতকালীন এই সবজি। মাঠে মাঠে ছেয়ে গেছে শিমের ফুলে আর পুরো মাঠজুড়ে সবুজ আর বেগুনি রঙ্গের সরারহ। মৌসুম শুরু থেকেই মনমুগ্ধকর দৃশ্যে ভরে উঠে ক্ষেত খামার। বাম্পার ফলনের আশায় থাকলেও পোকার আক্রমনে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কায় দুচিন্তায় চরফ্যাসনের কৃষকরা।

আসলামপুর এলাকার কৃষক জসিম বলছেন, বিগত কয়েক বছর ধরে তিনি শীতকালিন সবজি হিসেবে শিম চাষ করে বেশ লাভবান হয়েছেন। শিমের ফুল ও ফলনের পরিস্থিতে ভালো ফলন হওয়ার সম্ভাবনা ছিলো কিন্তু বর্তমানে শিম গাছে পোকার আক্রমণ বেশি হওয়ায় আশানুরুপ ফলনের সম্ভাবনা কম হবে বলে জানান তিনি।
এদিকে খামারি আলাউদ্দিন বলেন, মৌসুমের শুরুতে পাইকারি বাজারে শীমের দাম ৪০-৫০ টাকায় বিক্রি করতে পারলেও বর্তমানে শিমের দাম ১৭-১৮ টাকা। এছাড়া দেশের বিভিন্ন স্থান থেকে শিম আমদানির কারণে স্থানীয় কৃষকের চাষকৃত শিমের ন্যায্য দাম পাচ্ছেনা বলে লোকসান গুনতে হচ্ছে।

সুরভী ও মৌসুমী মনীষা
রেডিও মেঘনা- চরফ্যাসন।