আজ ‘জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস’। প্রতি বছর ১০ মার্চ এ দিবসটি উদযাপন করা হয়। ‘দুর্যোগের পুর্বাভাস প্রস্তুতি বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি’-এই প্রতিপাদ্য সামনে রেখে আজ চরফ্যাসন উপজেলায় দিবসটি র‌্যালি,মহড়ার মধ্যে দিয়ে পালন করা হয়েছে ।
সোমবার (১০ই মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে দিবসটি উপলক্ষ্যে জনগণকে সচেতন করার লক্ষ্যে বণার্ঢ্য র‌্যালি ,ভূমিকম্প,অগ্নিকান্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৫।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি এম ওয়ালিউল ইসলাম এর সঞ্চালনায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন,সাবেক মেয়র আ.ন.ম আমিরুল ইসলাম মিন্টিজ,উপজেলা সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, ফায়ার সার্ভিস, সিপিপি, সুশীলন ও কোস্ট ফাউন্ডেশনের সদস্যরা।
চরফ্যাসন উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব রাসনা শারমিন মিথি বলেন, জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসটি ভোলা জেলার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চরফ্যাসন উপজেলায় কিছু কিছু ইউনিয়ন বঙ্গোপোসাগরের কাছে। দুর্যোগের প্রথম ধাপটা চরফ্যাসন উপজেলায় আঘাত হানে। ইতিমধ্যে সিপিপি এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ইউনিয়নে দুর্যোগের সচেতনতা বৃদ্ধি করা হয়েছে। মানুষকে সচেতন করার লক্ষ্য সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠান দুর্যোগ নিয়ে কাজ করছে। দুর্যোগে চরফ্যাসনের মানুষ আগে থেকে সচেতন রয়েছে।