চরফ্যাসনের চর মাদ্রাজ ইউনিয়নের স্থানীয় জনগোষ্ঠীদের মাঝে জলবায়ু পরিবর্তনে সক্ষমতা অর্জনে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ জুন) বেলা ১২ টায় চর মাদ্রাজ নতুন স্লুইজ ঘাট এলাকার হামিদপুর ইউনিয়ের ৪ নং ওয়ার্ডেও মো: রাশেদ ব্যাপারী বাড়ির উঠানে রেডিও মেঘনার আয়োজনে এবং সিসিআরপি এর প্রকল্পের সহায়তায় স্থানীয় ৩০ জন নারী, পুরুষ ও কিশোরীদের নিয়ে জলবায়ু পরিবর্তনে সক্ষমতা অর্জনে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এসময় রেডিও মেঘনার শ্রোতা ফিডব্যাক অফিসার লাবনী হোসেন এর সঞ্চালনায় ও সংবাদ প্রযোজক সুরভী’র সার্বিক সহযোগীতায় বাল্যবিবাহর কুফল ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সচেতনতা বাড়াতে ঘুর্ণিঝড়, বন্যা, জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগের সময় করনীয় সম্পর্কে ধারণা দেওয়ার পাশাপাশি নিয়মিত রেডিও মেঘনার অনুষ্ঠান শুনতে উৎসাহ প্রদান করা হয়।
উল্লেখ্য, উপকূলীয় অঞ্চলের পিছিয়ে পরা জনগোষ্ঠীর নারী, পুরুষ, কিশোর কিশোরীদের মাঝে বাল্যবিবাহ, নারী নির্যাতন প্রতিরোধসহ স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতামূলক উঠান বৈঠক, অনুষ্ঠান নাটিকাসহ বিভিন্ন প্রচারনামূুলক কর্মসূচি চলমান রয়েছে। এর মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরী করাই একমাত্র লক্ষ্য রেডিও মেঘনার।