সফল উদ্যোক্তা অনুষ্ঠান স্বাভাবিকভাবে সফল মানুষের কথা দিয়ে সাজানো থাকবে। এখানে জানা যাবে একজন মানুষ কেবল পরিশ্রম, সততা এবং নিষ্ঠার মাধ্যমে কিভাবে তার সাফল্যের দিকে যাচ্ছেন। কেবল সুনিদির্ষ্ঠ লক্ষে এবং ইচ্ছাশক্তি মানুষকে কিভাবে সাফল্যের দোরগোড়ায় নিয়ে যায় সেখানে যত সামান্য পঁজিই থাকুক না কেন। সফল মানুষের জীবন কাহিনী তাই যুগে যুগে নতুনদের মনে প্রেরণা যুগিয়েছে। আমাদের আজকের গল্প সাজানো হয়েছে চরফ্যাশন বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী আল আব্দুর রহমানকে ঘিরে।
Recent Comments