চরফ্যাসন এতিম খানা মোড়ের শিশু ১৩ বছর বয়সি আবির। আবিরের জীবন অন্য শিশুদের থেকে পুরোটাই আলাদা। অভাব-অনাটনের কারণে মাত্র ১৩ বছর বয়সেই তুলে নিয়েছে সংসারের হাল। তার সাথে কথা বলে জানা যায়, তিন ভাইয়ের মধ্যে আবিরই সবার ছোট। বড় দুই ভাইয়ের আলাদা থাকায় সংসারের খরচ বহন করে না। বাবার বয়স ভারি হয়ে যাওয়ায় এখন আর কোনো কাজ করতে পারে না। ষষ্ঠ শ্রেণিতে পড়া-লেখা করার পাশাপাশি ফেরিওয়ালার কাজকে বেছে নেয় অভাবের তাড়নায়।

আমি প্রায় দুই বছর ধরে ফেরিওয়ালার কাজ করছে সে। রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে পুরনো টিন, প্লাস্টিক, লোহা ও খাতা-বই ক্রয় করে বাজারে বিক্রি করে দৈনিক তিন-চার শত টাকা আয় করে। এতেই চলে যায় আবিরের পড়া-লেখা ও সংসারের খরচ। তার একটাই ইচ্ছা যতই কষ্ট হোক না কেনো বাবা-মাকে সঙ্গে নিয়ে পড়ালেখা চালিয়ে যাবো। আবির বলে, ‘আমার মা বাবার দোয়া ও ভালোবাসা থাকলে আমি আমার ইচ্ছা পূরণ করতে পারবো।’
আবিরের স্বপ্ন একটু একটু করে পূর্ণতা পাক এমনটাই প্রত্যাশা।

শ্রমজীবী শিশু-কিশোরদের নিয়ে রেডিও মেঘনার সাপ্তাহিক অনুষ্ঠান ‘আজকের শিশু’ শুনুন প্রতি শুক্রবার বিকেল ৫:৪০ মিনিটে। উপস্থাপনায় ফাতেমা জাহান, প্রযোজনায় সুরভী।