ভোলার চরফ্যাশনের রসুলপুর গ্রামে নতুন দিগন্ত খুলে দিয়েছেন তিন যুবক ভাই। তারা হলেন সজীব, শরিফ ও হানিফ। বিদেশি ফল ড্রাগন চাষে তারা এনেছেন সফলতা। ৭০০ শতাংশ জমিতে ড্রাগন চাষ করে শুধু নিজেদের ভাগ্য নয়, এলাকার অনেক মানুষের মাঝে আগ্রহ তৈরি করেছেন।
রসুলপুরের এই তিন ভাই ইউটিউব দেখে নিজেরা আগ্রহী হয়ে পরীক্ষামূলকভাবে চাষ শুরু করেন। সফলতা আসায় তারা ধীরে ধীরে জমির পরিমাণ বাড়িয়ে আজ ৭০০ শতাংশ। প্রায় ৪০ লক্ষ টাকা খরচ করেছেন এই বাগানের পিছনে। বাগানে আরও দেখা যায়, মাল্টা, পেয়ারা, লেবুসহ নানান ধরনের ফল গাছ।
বর্তমানে তাদের বাগানে লাল প্রজাতির ড্রাগন পাওয়া যাচ্ছে। মৌসুমভেদে প্রতিদিন প্রায় কয়েক মণ ড্রাগন বাজারজাত করা হচ্ছে। স্থানীয় বাজারের পাশাপাশি ঢাকায় ও যাচ্ছে তাদের উৎপাদিত ড্রাগন।
তিন ভাইয়ের মতে, ড্রাগন চাষে খরচ তুলনামূলক কম, কিন্তু লাভ অনেক বেশি। স্থানীয় কৃষকরা চাইলে অল্প জমিতেও এটি চাষ করে আয় করতে পারবেন।
চরফ্যাশন উপজেলা কৃষিবিদ জনাব নাজমুল হুদা বলেন, ইতিমধ্যে দক্ষিণ অঞ্চলে ড্রাগণ চাষাবাদ বেড়েছে। ড্রাগণ একটি লাভজনক চাষ। এই ফলের গাছ একবার যত্ন করলে সারা বছর ফল দেয়। আগামী দিনে চরফ্যাশনের বিভিন্ন গ্রামে ড্রাগন চাষ আরও বিস্তৃত হবে বলে আশা করা হচ্ছে।