বছরের প্রথম দিনেই কোনো আনুষ্ঠানিক উৎসব ছাড়াই চরফ্যাশনের প্রাথমিক বিদ্যালয়গুলোতে শতভাগ নতুন বই বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে চরফ্যাশন উপজেলার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বই তুলে দেওয়া হয়। উৎসব আয়োজন না থাকলেও নতুন ক্লাস ও নতুন বই পেয়ে আনন্দিত হয়ে ওঠেন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।
বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, নতুন শ্রেণিতে উঠে নতুন বই পেয়ে তারা খুবই খুশি। নতুন বইয়ের ঘ্রাণ আর রঙিন পাতায় তাদের চোখেমুখে দেখা যায় উচ্ছ্বাস।
অভিভাবক মোঃ জাফর উল্ল্যাহ বলেন, “আমার সন্তান শিশু শ্রেণি থেকে প্রথম শ্রেণিতে উঠেছে। আজ বই নিতে এসেছি। সব বই একসঙ্গে হাতে পেয়ে খুব ভালো লাগছে।
চরফ্যাশন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃনিজাম উদ্দিন বলেন, নতুন বছরের প্রথম দিনেই প্রত্যেক শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। এ বছর কোনো উৎসব আয়োজন না করে সরাসরি বই বিতরণ করা হয়েছে। এতে শিক্ষার্থী ও অভিভাবক উভয়ই সন্তুষ্ট।
নতুন বছরের শুরুতেই বই হাতে পেয়ে শিক্ষার্থীদের এই আনন্দ যেন তাদের পড়াশোনায় আরও উৎসাহ জোগাবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।
Recent Comments