বছরের প্রথম দিনেই কোনো আনুষ্ঠানিক উৎসব ছাড়াই চরফ্যাশনের প্রাথমিক বিদ্যালয়গুলোতে শতভাগ নতুন বই বিতরণ করা হয়েছে।
‎আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে চরফ্যাশন উপজেলার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বই তুলে দেওয়া হয়। উৎসব আয়োজন না থাকলেও নতুন ক্লাস ও নতুন বই পেয়ে আনন্দিত হয়ে ওঠেন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।
‎বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, নতুন শ্রেণিতে উঠে নতুন বই পেয়ে তারা খুবই খুশি। নতুন বইয়ের ঘ্রাণ আর রঙিন পাতায় তাদের চোখেমুখে দেখা যায় উচ্ছ্বাস।
‎অভিভাবক মোঃ জাফর উল্ল্যাহ বলেন, “আমার সন্তান শিশু শ্রেণি থেকে প্রথম শ্রেণিতে উঠেছে। আজ বই নিতে এসেছি। সব বই একসঙ্গে হাতে পেয়ে খুব ভালো লাগছে।
‎চরফ্যাশন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃনিজাম উদ্দিন বলেন, নতুন বছরের প্রথম দিনেই প্রত্যেক শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। এ বছর কোনো উৎসব আয়োজন না করে সরাসরি বই বিতরণ করা হয়েছে। এতে শিক্ষার্থী ও অভিভাবক উভয়ই সন্তুষ্ট।
‎নতুন বছরের শুরুতেই বই হাতে পেয়ে শিক্ষার্থীদের এই আনন্দ যেন তাদের পড়াশোনায় আরও উৎসাহ জোগাবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।