ইলিশের উৎপাদন বৃদ্ধি ও সংরক্ষণ নিশ্চিত করতে গত ১ নভেম্বর থেকে দেশব্যাপি জাটকা ধরায় আট মাসের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। এই নিষেধাজ্ঞা ৩০ জুন ২০২৬ পর্যন্ত বলবৎ থাকবে।
চরফ্যাশন উপজেলার সামরাজ ঘাটে গিয়ে কথা বলি জেলে নাজমুল ও জসিমের সাথে। তারা বলেন , নদীতে বর্তমানে জাটকা ধরার নিষেধাজ্ঞা চলছে। সকল ধরনের আইন শৃঙ্খলা মেনে নদীতে মাছ ধরতে যাচ্ছেন। তারা আরো জানান, বর্তমানে নদীতে ইলিশ মাছের পাশাপাশি, পোয়া, লইট্যা, রুপচাাঁদা, পাঙ্গাস মাছসহ নানা প্রজাতির মাছ ধরা পড়ছেন জালে।
চরফ্যাশন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, ১ নভেম্বর ২০২৫ থেকে ৩০ জুন ২০২৬ পর্যন্ত নদী ও সাগরে টানা আটমাসের জাটকা ধরার নিষেধাজ্ঞা দিয়েছেন সরকার। ইতিমধ্যে চরফ্যাশন উপজেলা মৎস্য বিভাগ জেলেদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও তথ্য প্রচার করছেন। জেলেদেরকে ২৫ সেন্টিমিটারের কম ইলিশ মাছ না ধরার আহ্বান জনান এই কর্মকর্তা।