গতকাল ৩০ আগস্ট,শনিবার, ২০২৫, ক্লাইমেট জাস্টিস এন্ড রেজিলিয়েন্স ফান্ড [সিজেআরএফ] এর অর্থায়নে পরিচালিত কোস্ট জলবায়ু পরিবর্তন ও সক্ষমতা প্রকল্পের কারিগরি সহায়তায় ও কমিউনিটি রেডিও মেঘনা কর্তৃক আয়োজিত “নারী ও শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধে শ্রোতা দলের নেতৃত্বের সক্ষমতা উন্নয়ন” শীর্ষক দিনব্যাপী কর্মশালা কোস্ট চরফ্যাশন সেন্টারে অনুষ্ঠিত হয়। ১২টি শ্রোতা ক্লাবের মোট ২৪ জন কিশোরী লিডার উক্ত কর্মশালায় আংশগ্রহণ করেন।
কর্মশালায় শ্রোতা দলের কার্যকৌশল সমূহ নির্ধারন করা হয় তারমধ্যে, সমাজ ও পরিবার থেকে বাল্যবিয়ে,নারী নির্যাতন, যৌতুকপ্রথার মতো সমাজিক ব্যাধিসমূহ দূড় করতে জনসচেতনতা তৈরি, জলবায়ু সহনশীল আয়বৃদ্ধিমূলক কৌশলসমূহ সম্প্রসারণ, কমিউনিটি রেডিও কর্তৃক সম্প্রচারিত বার্তাসমূহ কমিউনিটি পর্যায়ে প্রচার-প্রচারণা, প্রচারিত অনুষ্ঠান সমূহের উপর স্থানীয় জনগোষ্ঠীর মতামত ও চাহিদাসমূহ চিহ্নিত করতে রেডিওকে সহায়তা করা ইত্যাদি । গ্রুপভিত্তিক আলোচনার মাধ্যমে অংশগ্রহণকারীরা উপরোক্ত বিষয়ে স্থানীয় বিভিন্ন সমস্যা ও প্রতিকারের উপায়সমূহ চিহ্নিত করে এবং আগামী ৪ মাসের [সেপ্ট-ডিসে] কর্মপরিকল্পনা তৈরি করেন।আশা করা হচ্ছে, তারা নিয়মিত রেডিও’র অনুষ্ঠান শুনবে, তথ্য ও জ্ঞানে সমৃদ্ধ হবে এবং সমাজের বিভিন্ন স্তরে বার্তাগুলো ছড়িয়ে দেবে। তারা অধিকার ও সামাজিক মূল্যবোধের চর্চা করবে, নায্য অধিকার এবং জলবায়ু সক্ষমতা অর্জনের জন্য শ্রোতাদলের মাধ্যমে সক্রিয়ভাবে কাজ করবে। পরিবার ও সমাজ থেকে বাল্য বিয়ে, নারী নির্যাতন ও যৌতুক প্রথার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলতে আরও বেশি আত্মবিশ্বাসী হবে, ও জেন্ডার ভিত্তিক বৈষম্য দুর করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবে । উক্ত কর্মশালায় বিভিন্ন সেশনসমুহ পরিচালনা করেন- রেডিও মেঘনার মৌসুমী রানী, লাবনী হোসেন ও জলবায়ু পরিবর্তন ও সক্ষমতা প্রকল্পের রাজিব ঘোষ ও এম.এ. হাসান
Recent Comments