বর্ষার এসময় প্রতিদিনই বৃষ্টি হয়। যার কারণে স্কুলে যেতে অসুবিধায় পরে যায় কোমল মতি শিশুরা। কিছু শিশুরা বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে স্কুলে যেতে দেখা যায়। বলছিলাম মুখারবান্দা সরকারি প্রাথমিক স্কুলের কথা।
ঐ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তানভীর আহমেদ বলেন, প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ২২০ জন শিক্ষার্থী রয়েছে। বর্ষার এসময় থেমে থেমে এই বৃষ্টির কারণে দূরের বেশির ভাগ শিশুরা স্কুলে আসতে পারে না। বৃষ্টির পানি মাঠে জমে থাকে যার করণে শিশুরা খেলা-দুলা করতে পারে না। তবে সব শিক্ষকরা ক্লাস করছেন এবং শিক্ষার্থীদের প্রতি বাড়তি খেয়াল রাখা হচ্ছে। শিশুরা যেন বৃষ্টিতে না ভিজে এবং দূর্ঘটনা যেন না ঘটে সেবিষয় সর্তক আছেন। শিক্ষকরা প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের আদর্শ নাগরিক হিসেবে গড়ার প্রথম ধাপের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান শিক্ষক তানভীর আহমেদ।
রেডিও মেঘনার সাপ্তাহিক “বিদ্যাপীঠ” আয়োজনটি শুনতে পান প্রতি বুধবার সকাল ০৮টা ২৫মিনিটে। শুধুমাত্র রেডিও মেঘনা ৯৯.০এফএম এ