ঝড়-বৃষ্টি ও বৈরী আবহাওয়া উপেক্ষা করে নদীতে মাছ শিকার করতে গিয়েছেন মাইনউদ্দিন ঘাটের মৎসজীবীরা। হান্নান মাঝি (৩২) বলেন, ছোট থেকে মাছ ধরার সাথে যুক্ত হয়েছি। শুরুতে অন্যের বোটে মাছ শিকার করলেও পরবর্তীতে প্রায় ৪২ লক্ষ টাকা খরচ করে বোট তৈরি করেছি। নিজস্ব বোটে রয়েছেন প্রায় ১৭ জন মাঝি। আশানুরূপ মাছ পেলে সকলের সংসারের খরচ মিটবে, মিলবে মানসিক স্বস্তিও।
এদিকে একই ঘাটের মৎস্যজীবী মঞ্জু মাঝি (৩৭) জানান, গত যাত্রায় নদীতে গিয়ে মোটামুটি ভালোই মাছ শিকার করতে পেরেছেন। সবসময় মাছ ভালো পড়েনা জালে। তবুও ভরসা ও আশা নিয়ে সকল নদীতে মাছ শিকার করতে যাচ্ছেন তারা।
উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু জানান, চরফ্যাসনে মেঘনা ও তেঁতুলিয়া নদীর মৎসজীবী তাদের চাহিদা অনুযায়ী মাছ পাচ্ছেন না। জলবায়ু পরির্বতনের কারণে বৃষ্টি কম হওয়ায় পানিতে লবনাক্ততার পরিমাণ বেড়েছে। বৃষ্টি হলে পানির পানির লবনাক্ততা কমে পানি দূষণ রোধ হবে এবং মৎসজীবীরা তাদের কাঙ্খিত মাছ পাবে বলে আশা করছেন।
রেডিও মেঘনার অনুষ্ঠান “জেলেজীবন ও প্রাকৃতিক দূর্যোগ” অনুষ্ঠানটি শুনুন ৯৯.০ এফএম এ বৃহস্পতিবার বিকাল ০৫:০০ টায়।