জৈষ্ঠ্য থেকে আশ্বিন মাসে পর্যন্ত ইলিশের ভরা মৌসুমে হলেও ভোলার মেঘনা নদীতে ইলিশের দেখা পাচ্ছেনা মৎস্যজীবীরা। বছরের এই সময় ঝাঁকে ঝাঁকে রুপালি ইলিশ ধরা পরলেও এবারের চিত্র ভিন্ন। মাছের আকালে অলস সময় পার করছেন জেলে ও মৎস্য আড়তদার। জলবায়ু পরিবর্তনের নদীর নাব্যতা ও ডুবোচরের কারণে ইলিশ ধরা পড়ছে না বলে জানান মৎস্য কর্মকর্তারা
মেঘনার মৎস্যজীবীরা বলেছেন, ভরা মৌসুমে নদী থেকে খালি হাতে ফিরতে হচ্ছে। এতে ধারদেনা পরিশোধ ও পরিবার পরিজন নিয়ে বিপাকে পরেছেন জেলে পরিবার গুলো।
মৎস্য বিভাগ বলছে, জলবায়ু পরিবর্তনের কারণে ইলিশ পেতে বিলম্ব হচ্ছে। তারপরেও মেঘনা বিভিন্ন প্রান্তে চোষে বেড়াচ্ছে জেলেরা।
বর্ষার মৌসুমে নদীতে ইলিশ না থাকায় উপজেলার ছোট মৎস্য আড়তদেও নেই জমজমাট বেচাকেনা। এতে চিন্তিত মৎস্য ব্যবসায়ীরা। আবহাওয়ার পরিবর্তনের ফলে নদীতে ইলিশ কম পড়ছে বলে ধারনা তাদের।
মৎস্য কর্মকর্তাদের মতে, নাব্যতা ও আবহাওয়ার বিরুপ প্রভাব এবং ডুবোচরের কারণে সাগর থেকে নদীতে আসতে পারছেনা ইলিশ। তবে মিষ্টি পানি নদীতে আসলে দেখা মিলবে মাছের।

সুরভী ও অধরা ইসলাম
রেডিও মেঘনা,চরফ্যাসন