আমরা তিন ভাই-বোন ছিলাম । আমাদের তিন ভাই-বোনকে নিয়ে বাবার স্বপ্ন ছিলো অনেক। অভাব অনাটনের মধ্যেই বড় হয়েছি আমরা। বাবা কৃষি কাজ করে আমাদেরকে পড়াশুনা করিয়েছেন। বোনকে বিয়ে দিয়েছি। ভাই যুক্ত আছেন অন্য কাজে। এভাবেই নিজের শৈশবের স্মৃতিচারণ করছিলেন আসলামপুর আজাদ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মাহমুদুল হাসান হাওলাদার (৪৬)। তিনি বলেন, আজ আমি বাবা। চেষ্টা করছি আমার সন্তানদেরকে মানুষের মতো মানুষ করতে।
রেডিও মেঘনার সাপ্তাহিক অনুষ্ঠান ‘মা-বাবার স্বপ্ন’ । শুনুন প্রতি সোমবার বিকাল ৫:৪০ মিনিটে। শুধুমাত্র ৯৯.০ এফএম এ। উপস্থাপনায় ফাতেমা জাহান, প্রযোজনায় মৌসুমী মনীষা।
Recent Comments