নদীতে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। দীর্ঘদিন ইলিশের আকাল থাকলেও বর্তমানে পরিস্থিতি বদলেছে। ভোর থেকে রাত পর্যন্ত জেলেদের জালে ভরে উঠছে রুপালি ইলিশ। এতে খুশির আমেজ ছড়িয়ে পড়েছে নদী তীরবর্তী এলাকাগুলোতে।
চরফ্যাশন উপজেলার সামরাজ ঘাটের কবির মাঝি ও ফারুখ মাঝি জানান, কয়েক সপ্তাহ আগেও দিনে পরিশ্রম করেও জালে মাছ উঠত খুবই সামান্য। এতে পরিবার চালানো কঠিন হয়ে পড়েছিল। ঋণ করে চলতে হয়েছে তাদের। তবে এখন প্রতিদিনের আয় বেড়ে গেছে কয়েকগুণ। বাজারেও বেড়েছে ইলিশের সরবরাহ। এমন আরও কিছু দিন চললে ঋণের টাকা শোধ করতে পারবেন বলে আশা করছেন জেলেরা।
সামরাজ ঘাটের আড়ৎদার মো: মিজানুর রহমান জানান, এ বছর ইলিশের লক্ষ্য মাত্রা ২০ মেট্রিক টন । তবে বিগত দিনের চাইতে বর্তমানে নদীতে ইলিশ মাছ ধরা পড়ছে। এভাবে যদি ইলিশ মাছ ধরা পড়ে অবরোধ পর্যন্ত তাহলে লক্ষ্য মাত্রা পূরণ করা সম্ভব।
চরফ্যাশন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জনাব জয়ন্ত কুমার অপু বলেন, নদীতে পানির স্রোত, আবহাওয়া ও মৌসুমের প্রভাবের কারণে ইলিশ মাছ পাওয়া যাচ্ছে । আশা করছি সামনের দিকে ইলিশ মাছ আরো ধরা পড়বে জেলেদের জালে।