চরফ্যাসন ঘোষেরহাট নিলকমল ইউনিয়নের তেঁতুলিয়া নদীর মৎস্যজীবীদের চলছে দুর্দিন। নদীতে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা না থাকলেও তেঁতুলিয়া ও মেঘনায় নেই আশানুরুপ ইলিশ। কাঙ্খিত ইলিশ না পেয়ে বিপাকে পড়েছে ঐ এলাকার মৎস্যজীবীরা।
মৎস্যজীবি মুনছুর আলি, আলিছন ও মিজান হোসেন জানান, নদীতে তেমন মাছ নেই, এতে সংসারের খরচও চলে না। তবে সাগরে কিছুটা ইলিশ পাওয়া যায় তা দিয়ে ধার দেনা পরিশোধ করে সংসার চালাতেই কষ্ট হচ্ছে বলে জানান তারা।
তবে মাছ কম পাওয়া গেলেও মাছের বাজার চওড়া। মাছের সাইজ অনুযায়ী হালি প্রতি ২ থেকে শুরু করে ৪ হাজার টাকাও বিক্রি করেন তারা।
মৎস্য আড়ৎদার মো: জাহাঙ্গীর আলম জানান, নদীতে যে হারে ইলিশ মাছ পাচ্ছে তাতে করে জেলে পরিবারসহ আমরা আড়ৎদাররাও দুরাবস্থায় রয়েছি। সামনে নদীতে ইলিশ মিলবে কি না, তা নিয়েও সংশয় আছি।
চরফ্যাসন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার বলেন, বর্তমানে মেঘনা তেঁতুলিয়ায় ইলিশ মাছ কম পড়ছে। জোয়ার ভাটার উপর নির্ভর করে নদীতে মাছ আসে। তবে পূর্ণিমার পর থেকে নদীতে আশানুরুপ মাছ পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন এই মৎস্য কর্মকর্তা।
প্রতিবেদনে: সুরভী ও অধরা।
রেডিও মেঘনা-চরফ্যাসন।
Recent Comments