চরফ্যাসন উপজেলার আলীগাঁও ২নং ওয়ার্ডে বসবাস করেন জীবন সংগ্রামী নারী রিনা বেগম (৩৮ বছর)। ছোট একটি ঘরে শশুর-শাশুড়ি সন্তানদের নিয়ে দিন পার করতেন তিনি। স্বপ্ন দেখেন নিজের একটি বাড়ি করার। নিজের স্বপ্নকে পূরন করার জন্য চেষ্টা করেছেন দিন-রাত। অবশেষে শেষ হলো কষ্টের দিন। স্বামী মালবাহী গাড়ি চালাতেন আর তিনি বাড়িতে হাঁস-মুরগী থেকে শুরু করে গরু পালন, পুকুরে মাছ চাষ এবং বাড়ির উঠোনে বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করে লাভের অংশ দিয়ে নিজে একটি বাড়ি করেন। রেডিও মেঘনার অনুষ্ঠান শুনে তিনি বীজ সংরক্ষন পদ্বতি সর্ম্পকে জেনে ধনিয়া পাতা,লালশাক, ডাটা শাকের বীজ সংরক্ষন করেন। আগে জানতেন না কিভাবে বীজ সংরক্ষন করতে হয়। বর্তমানে তার ঘরে সংরক্ষিত বীজ আছেন প্রায় পাঁচহাজার টাকার মতো। তিনি রেডিও মেঘনাকে ধন্যবাদ জানান।