একজন সন্তানের বেড়ে উঠার সাথে সাথে বাবা-মায়ের স্বপ্নগুলো জাগ্রত হতে থাকে। সন্তানকে পথ দেখিয়ে ছায়া হয়ে পাশে থাকেন বাবা-মা। চলতে চলতেই পাল্টে যায় অনেকের জীবনের গতিপথ। এমনটাই হয়েছে দক্ষিণ ফ্যাশন ৯নং ওয়ার্ডে‘র বশির উল্লাহ হোসেনের (৬৫) বেলায়ও। হাজারো পরিশ্রম ছিলো সন্তানদের আলোকিত ভবিষ্যৎ গড়ার জন্য। শুরু থেকে সন্তানদের পড়াÑশুনা সহ জীবন-যাপন ভালোই চলছে। সন্তানদের গড়ে তোলার আগেই তার স্ত্রী পৃথিবী ছেড়ে চলে যায়। সব কিছুই যেনো এলো মেলো হয়ে যায়। শেষে বড় ছেলে দেশের বাইরে চলে যায় এবং ছোট ছেলে দেশেই নিজের কর্মসংস্থান গড়ে তুলেন। মেয়েদের‘কে বিয়ে দিয়ে এখন বশির উল্লাহ হোসেন ছেলে-মেয়েদের নিয়ে মোটামুটি ভালোই আছেন।
পাশের এলাকার আনোয়ারা বেগম (৪৫) তিন ছেলে ও দুই মেয়েদের ছোট থেকেই নিজের মতো করে গড়ে তোলতে চেয়েছেন। কিন্তু আর্থিক সংকট যেনো তার স্বপ্নকে অপূর্ণ করেই রেখেছে। মেয়েকে ইন্টারমেডিয়েট পর্যন্ত পড়িয়ে বিয়ে দিয়ে দেন। পরে আর পড়াশুনা করা হয়নি। ছেলেরা তাদের নিজের কর্মসংস্থান গড়ে তুলেছেন। এখন ছেলেদের সাথেই রয়েছেন।
রেডিও মেঘনার সাপ্তাহিক অনুষ্ঠান ‘মা বাবার স্বপ্ন’ শুনুন প্রতি সোমবার বিকাল ৫:৪০ মিনিটে। শুধু মাত্র ৯৯.০ এফএম এ।
উপস্থাপনায় ফাতেমা জাহান
সম্পাদনায় তাসপিয়া।
Recent Comments