কোভিড-১৯ প্রতিরোধে ঝুঁকি যোগাযোগ,সমাজের সম্পৃক্ততা এবং টিকা গ্রহণে উদ্ধুদ্ধকরণ করার লক্ষ্যে ধর্মীয় নেতাদের সাথে কর্মশালা করেছে
দি হাঙ্গার প্রজেক্ট। শনিবার (১৮জুন) ভোলার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মিলনায়তনে “ইউনিসেফ” এর সহযোগিতায় দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লালমোহন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় ইমাম সমিতির লালমোহন উপজেলার সভাপতি মাওলানা মোঃ শাহে আলম,ইসলামিক ফাউন্ডেশন লালমোহন উপজেলা ফিল্ড সুপার ভাইজার মোঃ আল মামুন, লালমোহন উপজেলা মন্দিরের পুরোহিত প্রদীপ ব্যানার্জী, লালমোহন উপজেলা হাসপাতাল মসজিদের মাওলানা মোহাম্মদ মাকসুদর রহমান প্রমূখ।
শুরুতে কর্মশালায় স্বাগত বক্তব্য এবং প্রকল্প সম্পর্কে ধারণা প্রদান করেন,দি হাঙ্গার প্রজেক্টের ভোলা জেলা সমন্বয়কারী মোঃ আশরাফউদ্দিন (মামুন)। পুরো কর্মশালা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রেডিও মেঘনার সংবাদকর্মী আসমা আক্তার সুরভী।
বক্তব্যে বক্তারা বলেন, সমাজের এক ধরনের লোকজন এখনো কুসংস্কারের মধ্যে ডুবে আছে।সরকার, এনজিও সংস্থা এবং বিভিন্ন সংগঠনের নেতারা আহ্বান করার পরেও তারা তাতে কোনো সাড়া দেয়নি, টিকা গ্রহণ করে নি।আমরা যারা সচেতন তাদের উচিত তাদেরকে বুঝানো।রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য ৩টি ডোজ টিকা সম্পন্ন করতে হবে।কারণ করোনা এখনো পৃথিবী থেকে বিদায় নিয়ে যায়নি।যেকোনো মুহুর্তে মাথাচাড়া দিয়ে উঠতে পারে। ইতোমধ্যে করোনার সংক্রমণ আবার বেড়ে গেছে। তাই সব সময় আমাদের সচেতন থাকা উচিত।
Recent Comments