পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শর্ত সাপেক্ষে চলমান কঠোর লকডাউন শিথিল করেছেন সরকার। তবে চরফ্যাসন উপজেলার স্থানীয় জনগণ ও ঈদের ছুটিতে বাড়ি আসা মানুষগুলোর অধিকাংশই মানছেন না সরকারের দেয়া শর্ত৷ করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ থেকে রক্ষা পেতে সরকারের পদক্ষেপ গুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে সচেতনতামূলক কাজ অব্যহত রেখেছে সামাজিক সেচ্ছাসেবী সংগঠন উপজেলা জলবায়ু ফোরাম ও বেসরকারি প্রতিষ্ঠান কোস্ট ফাউন্ডেশন৷
তারই ধারাবাহিকতায় সোমবার (১৯ জুলাই) বেলা ১১ টায় চরফ্যাশন বাজার ব্যবসায়ী, ক্রেতা ও জনসাধারণের মাঝে জনসচেতনতা তৈরির উদ্দেশে মাইকিং, লিফলেট বিতরণ, সংক্রমণরোধী স্প্রে ছিটানো ও মাস্ক বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে৷
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুকরি মুকরি ইউপি চেয়ারম্যান আবুল হাসেম মহাজন৷ এছাড়াও উপজেলা জলবায়ু ফোরামের সভাপতি এম আবু সিদ্দিক, সাধারণ সম্পাদক সামছুন্নাহার স্নিগ্ধা, ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ এর সভাপতি মনির আসলামি, কোস্ট ফাউন্ডেশন ভোলা জেলার সহকারী পরিচালক রাশিদা বেগম সহ উপজেলা জলবায়ু ফোরাম ও কোস্ট ফাউন্ডেশনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Recent Comments