সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ ও তাদের জীবনকে সফল করে তোলার গভীর ‘আকাঙ্ক্ষা’ প্রতিটি মা বাবার।
কথা হয় নুরাবাদ ৬নং ওয়ার্ডের তিন সন্তানের জননী সুরমা বেগম (৩০) এর সাথে। তিনি জানান, আমি পড়ালেখা করতে পারিনি। কিন্তু আমি চাই আমার সন্তান পড়াশুনা করে মানুষের মতো মানুষ হবে। সেই লক্ষ্য পূরণে আমি আমার মেয়ে পড়াশুনা যাতে মনোযোগ দিয়ে করতে পারে তাই আলাদা ভাবে রুম করে দিয়েছি। সবসময় খেয়াল রাখি যাতে আমার সন্তানের পড়ালেখায় যাতে কোনো সমস্যা না হয়।

আহম্মদপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক মো: কামাল উদ্দিন বলেন, একটি শিশু যখন পৃথিবীতে আসে তখন সে সীমাহীন সম্ভাবনা নিয়ে আসে। কিন্তু সে তার সম্ভাবনার সঠিক ব্যবহার করতে পারবে কিনা তা অনেকটুকু নির্ভর করবে তার পরিবার ও পরিবেশের ওপর। পরিবারের ইতিবাচক পরিবেশ যদি সে পায় তাহলে সে সম্ভাবনাকে কাজে লাগাতে পারে। আর যদি না পায় তাহলে তার মেধার বিকাশ সেভাবে হয় না বা মেধার বিকাশ বাধাগ্রস্থ হয়। পরিবার হচ্ছে শিশুর প্রথম পাঠশালা। আর এ কারণে শিশুর বেড়ে ওঠায় মা-বাবার ভূমিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বা প্রয়োজন।
Recent Comments