শীতের হরেক রকম সবজি চাষে মেতেছেন ভোলার চরফ্যাশনের কৃষকেরা। মাঠে মাঠে শীতকালীন সবজি চাষের ধুম পড়েছে। অবশ্য কোনো কোনো এলাকার চাষি আগেভাগেই খেতে শীতের সবজি চাষ করেছেন। এরই মধ্যে মুলা, শিম, বাঁধাকপি, ফুলকপি, গাজরসহ বেশ কিছু শীতের আগাম সবজি বাজারে উঠেছে। অন্যান্য বছরের তুলনায় এসব সবজির দাম বেশি। ভালো দাম পাওয়ায় শীতকালীন সবজি চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের। আবার আবহাওয়াও কৃষকের অনুকূলে। চরফ্যাশনের মাঠ ঘুরে দেখা যায়, মাঠে মাঠে এখন শোভা পাচ্ছে ফুলকপি, বাঁধাকপি, শিম, গাজর, মুলাসহ হরেক রকম সবজি। সাতসকালে সবজিখেত পরিচর্যায় ব্যস্ত কৃষকেরা। কেউ নিড়ানি দিচ্ছেন, কেউ কীটনাশক ছিটাচ্ছেন, কেউ সেচ দিচ্ছেন। আবার কেউ খেত থেকে সবজি তুলে বিক্রির জন্য বাজারে নিচ্ছেন। অনেকে নতুন করে শীতকালীন সবজির চারা রোপণেও ব্যস্ত।
উসমানগঞ্জ ৭নং ওয়ার্ডের মো: সেলিম লাউ, মিষ্টি কুমড়া, লাল শাক, পালং শাক ও ধনিয়ার আগাম চাষ করেন তিন গন্ডা জমিতে। শাক ও ধনিয়া একবার বিক্রি করে আবারও একই জমিতে লাউ ও মিষ্টি কুমরার সাথে বর্তমানে টমেটো চাষ করছেন তিনি। লাউ সর্বোচ্চ ৭০ টাকা বাজারদর পেয়েছেন। দাম ভালো পাওয়ায় শাক-সবজি বিক্রি করে প্রায় ৭০ হাজার টাকা আয় করেন। সব খরচ বাদ দিয়ে প্রায় ৪৫ হাজার টাকার মতো লাভ হয়েছে কৃষক মো: সেলিমের।
কৃষি বিষয়ক সাপ্তাহিক অনূষ্ঠান, “কৃষি ও কৃষক”। শুনুন প্রতি বুধবার বিকাল ৫:৪০ মিনিটে শুধুমাত্র রেডিও মেঘনা ৯৯.০ এফএমে।
উপস্থাপনায়: তাসপিয়া, প্রযোজনায়: উম্মে নিশি।
Recent Comments