ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় নিবন্ধিত সুফলভোগী মৎস্যজীবিদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ভোলার চরফ্যাসন উপজেলার প্রান্তিক মৎস্যজীবিদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
আজ (৯ জুন বৃহঃস্পতিবার) বেলা ১২ টায় চরফ্যাসন উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কার্যলয়ের আয়োজনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওয়ায় নিবন্ধিত সুফলভোগী মৎস্যজীবিদের মাঝে বিকল্প কর্মসংস্থান উপকরণ হিসেবে একটি করে বকনা বাছু এবং লাইফ জ্যাকেট সরবরাহ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন চরফ্যাসন উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, চরফ্যাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-নোমান। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনারসহ প্রকল্পের উপজেলা কমিটির সকল সদস্যবৃন্দ।
উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রান্তীক জেলেদের বিকল্প কর্মসংস্থান হিসেবে উপহার সরুপ জেলের মাঝে গরুর বকনা বাছুর বিতরণ করা হয়েছে। ইলিশ আহরণকারী মৎস্যজীবিদের জন্য বিভিন্ন ভাবে সহযোগিতা হিসেবে ইলিশ ধরা বন্ধের সময় ভিজিএফ চাল দেয়া হচ্ছে।
এছাড়াও কর্মসংস্থানের জন্য আজ গরু বাছুর বিতরণ করা হয়েছে। মৎস্যজীবিরা এ বাছুর পালন করে নিজেদের কর্মসংস্থান করবেন।
মৌসুমী মনীষা ও লাবনী হোসেন।
রেডিও মেঘনা-চরফ্যাসন।