চরফ্যাসন উপজেলার শশীভূষন থানাধীন রসুলপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউনুছ মাঝি বাড়ীর উঠানে মঙ্গলবার বিকাল ৪ টায় এক উঠান বৈঠক হয়।
কোভিড-১৯ টিকা নেওয়ার বিষয়ে উৎসাহিত করা ও সচেতনতা করাই হলো উঠান বৈঠকের মূল উদ্দেশ্য।
বৈঠকে “কোভিড-১৯ টিকা নিন সুরক্ষিত থাকুন, সবাইকে টিকা নিতে উৎসাহিত করুন” এই প্রতিপাদ্যের উপর ২০ জন গৃহিনী ও কিশোরীদের একত্রিত করে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া থেকে সুরক্ষিত থাকতে তিনটি ডোজ টিকা নিশ্চিত করণ, সামাজিক দুরুত্ব বজায় রাখা, মাস্ক পরিধান, সাবান পানি দিয়ে হাত ধোয়ার গুরুত্ব বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
গৃহিনীদের সাথে আলোচনার পর তারা বলেন, পরিবারের সবার সুরক্ষার কথা ভেবে যারা এখনো টিকার তিনটি ডোজ সম্পূর্ন করেননি তারা শীগ্রই টিকা গ্রহন করবেন।

এ উঠান বৈঠকের সঞ্চালনা করে রেডিও মেঘনার কর্মী আছমা আক্তার সুরভী এবং সার্বিক ব্যবস্থাপনা করেন মৌসুমীমণিষা ও ফাতেমা জাহান।
উক্ত উঠান
বাস্তবায়নে দ্য হাঙ্গার প্রজেক্ট, বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও এন্ড কমিউনিকেশন (বিএনএনআরসি) ও রেডিও মেঘনা, সহযোগিতায় ইউনিসেফ।

উঠান বৈঠক সম্পন্ন হয় ৭-০৬-২০২২ তারিখে।