আমিনাবাদ ৯নং ওয়ার্ডের সফল পশু খামারি কাজল রেখা বয়স ৪৫। প্রায় দশ বছর আগে মাত্র একটি অস্ট্রেলিয়ান গরু দিয়ে শুরু করেছিলেন তার খামার ব্যবসা। আজ তার খামারে রয়েছে ছোট বড় মিলিয়ে প্রায় ১০টি গরু। প্রতি বছরই তিনি বিক্রি করছেন গরু আর সেখান থেকেই আসছে তার আয়ের বড় উৎস।
বর্ষায় পশুর খাদ্য সম্পর্কে জানতে চাইলে কাজল রেখা বলেন, আমরা গরুর জন্য নেপিয়ার ঘাসের চাষ করছি প্রায় ৪০ শতাংশ জমিতে। ধানের খড় কিনে, খড় ও ঘাস মিশিয়ে দিই। সাথে থাকে ভাতের মাড়, খৈল, ভুসি আর বয়লার। মাঝে মাঝে ভাঙা চাল সেদ্ধ করেও খাওয়াই।
প্রায় পাঁচ বছর আগে প্রাণিসম্পদ অফিস থেকে নেপিয়ার পাকচন ঘাস চাষের উপর প্রশিক্ষণ পান কাজল রেখা। প্রশিক্ষণ শেষে ঘাসের কাঠি দেওয়া হলে শুরু করেন এর চাষাবাদ। এখন নিজেদের চাষকৃত ধানের খড়ের পাশাপাশি শুষ্ক মৌসুমে খড় কিনে মজুত করেন, যাতে বর্ষায় পশুর খাদ্যের কোনো অভাব না হয়।
প্রশিক্ষণ এবং পরিশ্রমের মাধ্যমে কাজল রেখা যেমন স্বাবলম্বী হয়েছেন, তেমনি এলাকার অন্যদের জন্যও অনুপ্রেরণার গল্প হয়ে উঠেছেন তিনি।
Recent Comments