অনুষ্ঠানের নাম : ভূমিহীনদের কথা
অনুষ্ঠান প্রচারের তারিখ :১৫-৩-২০১৬
অনুষ্ঠান প্রচারের সময় : ৯ টা ৩০ হতে ১০ টা পযন্ত
ছবিতে আছে : চম্পা
উপস্থাপনায় আছে : চম্পা
শব্দ শম্পাদনায় : জেসমিন
বাংলাদেশের প্রত্যান্ত অন্চলে রয়েছে হাজারো লোকের বসতি ,, কারো হয়তো নিজের জায়গায় বসবাস আবার কারো হয়তো অন্যের জায়গায় । গরিব হয়ে কেউ পৃথিবীতে আসেননী ,,পরিস্থিতী মানুষকে গরিব করতে বাধ্যে করে । আমরা প্রত্যেকেই নিজেকে নিয়ে চিন্তা করি ,, কিন্তু কখনো কি চিন্তা করে দেখেছি যে লোক গুলো রাস্তার পাসে , অন্যের জমিতে বাস করে । কি ভাবে কাটে সেসব ভাসমান লোকগুলোর জীবন । প্রিয় শ্রোতা সেই সকল ভূমিহীন লোকদের জীবনের কথা নিয়ে সাজিয়েছি আমাদের রেডিও মেঘনার সাপ্তাহিক আয়োজন …ভূমিহীন লোক….প্রিয় শ্রোতা আমরা গিয়েছিলাম চরফ্যাশন হেলীবোডে । সেখানে দেখতে পেলাম প্রায় ২০ থেকে ২৫ টি ভাসমান পরিবারের বসবাস । আমরা কথা বলি তাদের সাথে জানার চেষ্ঠা করি তাদের জীবনের কথা গুলো । নদী ভাঙার পরে চরফ্যাশনের হেলিবোডে এসে ঠাই নিয়েছেন ওনারা । সকাল বেলা বের হয় সেই সন্ধ্যায় ফিরে ,, মহিলারা বাড়ি বাড়ি সিংঙা লাগিয়ে সংসার চালায় ,,পাশাপাশি স্বামিরা কোন কাজ পেলে করে না পেলে গ্রামের বিভিন্ন বাড়ি সাপ খেলা সহ বিভিন্ন ভাবে আয় করার চেষ্ঠা করেন ….. তার পরও বাচ্চাদের লখাপড়া করাতে পারেন না ওনারা । আবার অনেকের স্বমিী না থাকার কারনে খুব কষ্ঠে চলতে হয় । কথা বলে তেমনটাই জানলাম আমরা এখানকার লোকেদের কাছে।
Recent Comments